সুজন চৌধুরী,বান্দরবান:
বান্দরবানের আলীকদম উপজেলায় তিন্দু এলাকার (কাঞ্চন পাড়ার) মাঙলং ম্রো নামের এক ব্যাক্তি ভাল্লুকের আক্রমণের শিকার হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকালে আলীকদম উপজেলায় তিন্দু পাড়া(কাঞ্চন পাড়া)
এলাকায় বনের মধ্যে তার হারিয়ে যাওয়া গরু খোঁজতে গেলে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয়রা জানান – মাঙলং ম্রো তার পার্শ্ববর্তী এলাকায় একা একা পাহাড়ে গরু খোঁজতে যায়। এক পর্যায়ে বিকালে ভাল্লুক তাকে আক্রমণ করে। ভাল্লুক তার শরীরের অনেক স্থানে কামড়িয়ে গুরুতর আহত করে। অতিরিক্ত রক্তখনন হলে মাঙলং ম্রো অজ্ঞান হয়ে পড়ে। পরে অজ্ঞান অবস্থায় এলাকায় লোকজন তাকে উদ্ধার করে আলীকদম সদর হাসপাতালে নিয়ে আসে।
আলীকদম সদর হাসপাতালে ইমারজেনন্সি রুমে ভর্তি করা তার অবস্হা খারাপ দেখে তাকে
চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে লকডাউন ও অর্থনীতি সমস্যার কারণে তার আন্তীয় স্বজন চট্রগ্রামে নিতে অপারগতা প্রকাশ করলে আলীকদম উপজেলা স্বাস্হ্য পঃ পঃ কর্মকর্তা মাহাতাব উদ্দিন এর চেষ্টায় এর ১ ঘন্টা ৩০ মিনিট ধরে নিবিড় পরিচর্যা করে তার যক্ষম স্হানে সেলায় করা সম্ভব হয়েছে। সে বর্তমানে সুস্হ আছে।
এই বিষয়ে আলীকদম উপজেলা স্বাস্হ্য পঃ পঃ কর্মকর্তা মাহাতাব উদ্দিন বলেন – আল্লাহর রহমতে সুস্হ ভাবে সেলাই হয়েছে।আশা করি দ্রুত সময়ে সুস্হ হয়ে যাবে। সকলের সহযোগীতা পেলে সীমিত সুবিধার মধ্যে আরো অনেক সেবা দিতে পারবে আলীকদম উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স।