করোনাকালে ৫০ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা কর্মসূচি শুরু করেছে সরকার। ওই ৫০ লাখ নামের মধ্যে আট লাখ নামে একই মোবাইল নম্বর একাধিকবার ব্যবহার করা হয়েছে।
তালিকা যাচাই-বাছাই করতে গিয়ে এই অনিয়ম পেয়েছে সংশ্নিষ্ট কর্মকর্তারা। তবে তালিকাভুক্ত এসব গরীব মানুষের নাম আবার যাচাই করে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের অর্থ সহায়তা করা হবে।
এদিকে ১৭ মের মধ্যে তাদের নতুন তালিকা চেয়ে শনিবার রাতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়।
এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, দেশের ৫০ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা কর্মসূচির মধ্যে আট লাখ পরিবারের নামের তালিকায় একই মোবাইল নম্বর একাধিকবার ব্যবহার করা হয়েছে। অনেক গরীব মানুষের বিকাশ নম্বর না থাকায় একই নম্বর বহু মানুষ ব্যবহার করেছে।
তাই আট লাখের বেশি মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে তাদের তালিকা পর্যালোচনা করে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ সহায়তা পাঠানো হবে।
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার শ্রমিক ও দুস্থ ৫০ লাখ পরিবারকে ঈদ উপলক্ষে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়ার উদ্যোগ নেয় সরকার। এই কার্যক্রম শুরুর পর অভিযোগ ওঠে, অর্থ আত্মসাতের জন্য কোনো কোনো তালিকায় একই মোবাইল নম্বর অনেকবার করে ব্যবহার করা হয়েছে।
এ নিয়ে গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা চলছে।