শতাব্দীর ভয়াবহ বৈশ্বিক মহামারী
করোনার সাথে যুদ্ধ করে জয়ী হলেন আরও ৪৬ পুলিশ সদস্য। সুস্থ হয়ে আজ ১৭ মে রোববার বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়ে তাঁরা গাজীর ভেষে ঘরে ফিরেছেন।
আজ অপরাহ্নে পুলিশ সদর দফতর থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা।
প্রসঙ্গত,সরকারের আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ৪৬ পুলিশ সদস্যদের পরপর দুবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত দুই শতাধিক পুলিশ সদস্য।
হাসপাতাল ত্যাগ করার সময় বরাবরের মতোই করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বলেও জানান হয় বলে পুলিশ সদর দফতর সূত্রে প্রকাশ।
বিশ্বের চরম স্বাস্থ্য ঝুঁকি মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমনের শুরু থেকে জনগনের পাশে আছেন বাংলাদেশ পুলিশের সদস্যগণ। জনগনকে নিরাপদ রাখতে সম্ভাব্য সবকিছু করেই ফ্রন্ট-ফাইটার বা সম্মুখ যোদ্ধা খেতাব পেয়েছেন পুলিশের অকুতোভয় সদস্যরা। মানুষকে বাঁচাতে নিজেরাও আক্রান্ত হয়েছেন ব্যাপকভাবে।
ইসলামে বলা হয়েছে মহামারী তে যাঁরা মৃত্যু বরণ করেন তাঁরা শহীদ। আর প্রবাদ রয়েছে, “মরলে শহীদ বাঁচলে গাজী”। সুতরাং এ ৪৬ জনও এসময়ের গাজী।