বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারা ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা করা হবে।
আওয়ামী লীগের আমলে সম্প্রতি মুক্তিযুদ্ধবিরোধীদের বিতর্কিত তালিকা প্রকাশের প্রেক্ষাপটে শুক্রবার এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, “আওয়ামী লীগ যত তালিকা প্রকাশ করে আমার কোনো আপত্তি নাই। এগুলোকে মূলধন করে তারা রাজনীতি করবে। কিন্তু তারা মূল তালিকায় হাত দিচ্ছে না কেন? যারা বাংলাদেশের জন্য নিজেদের প্রাণ ত্যাগ করেছেন, তাদের প্রাণের বিনিময় স্বাধীনতা এসেছে- তাদের তালিকা কোথায়? এই তালিকা প্রস্তুত করার পেছনে সরকারের এত ইতস্ততার কারণটা কী?
“বিএনপির পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে, বিএনপি যেদিন ক্ষমতায় আসবে সেদিন শহীদদের তালিকা প্রণয়ন করবে। শুধু তাই নয়, শহীদদের তালিকা প্রণয়ন করে প্রত্যেকটি এলাকায় স্তম্ভের মধ্যে তাদের নাম প্রকাশ করবে।”
আওয়ামী লীগের চলমান কাউন্সিলকে স্বাগত জানান বিএনপি নেতা আমীর খসরু।
তিনি বলেন, “আমরা তাদেরকে দল হিসেবে স্বাগত জানাই। একইসঙ্গে আমি আশা করি, আজকে কাউন্সিলে তারা (আওয়ামী লীগ) গণতন্ত্র কীভাবে ফিরিয়ে দেবে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার কীভাবে ফিরিয়ে দেবে, বাংলাদেশের মানুষের কেড়ে নেওয়া মৌলিক অধিকার কীভাবে ফিরিয়ে দেবে, তার ঘোষণা দেবে।”
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে আমীর খসরু বলেন, “অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটা বক্তব্য এসেছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ক্ষেত্রে ‘ম্যান্ডেলা রুলস’ প্রয়োগ করতে হবে। নেলসন ম্যান্ডেলাকে তার স্বাস্থ্য ও চিকিৎসার জন্য যেসমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল, আজকে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকেও ‘ম্যান্ডেলা রুলসের’ মাধ্যমে চিকিৎসার কথা বলা হচ্ছে।