সাম্প্রতিক শিরোনাম

লক্ষ্মীপুরে ভাড়াটিয়ার স্ত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে বাড়িওয়ালা গ্রেফতার

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামে বাড়িওয়ালা কর্তৃক ভাড়াটিয়া রাজমেস্তুরীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ ভাড়াটিয়া বেল্লাল হোসেন প্রকাশ সুতা বেল্লালকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
জানা যায়, সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া সুতার বাড়ির মৃত আনোয়ার মিয়ার পুত্র কোটিপতি বেল্লাল হোসেন তার বাড়ির ভাড়াটিয়া পাশ্ববর্তী গ্রামের রাজমেস্তুরীর স্ত্রীকে দীর্ঘ দিন ধরে নানা ভাবে কু প্রস্তাব দিয়ে আসছিল।

গত শুক্রবার সকালে ভাড়াটিয়া ওই রাজমেস্তুরী বাসায় না থাকায় এবং তার স্ত্রী একাকী থাকার সুবাধে বেল্লাল হোসেন ভাড়ার টাকা চাইতে আসেন। তখন তিনি তার  স্বামী বাসায় ফিরলে ভাড়ার টাকা দিবে বলে জানানোর পর উল্টো ভাড়াটিয়ার সুন্দরী স্ত্রীকে এক হাজার টাকার একটি নোট দিয়ে তার শিশু পুত্রকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান। পরবর্তীতে বেল্লাল হোসেন ওই বাসায় ফিরে এসে ভাড়াটিয়ার সুন্দরী স্ত্রীকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এরই মাঝে  রাজমেস্তুরী বাসায় ফিরে এলে বেল্লাল হোসেন দৌড়ে পালিয়ে যায়। এ সময় স্বামী স্ত্রীর শোর চিৎকারে অন্য ভাড়াটিয়ারা সহ উপস্থিত লোকজন তা জানে ও দেখে।

এ দিকে এ ঘটনা ছড়িয়ে পড়ার পর বেল্লাল ও তার পুত্র সামির এ ঘটনা নিয়ে বাড়া বাড়ি করলে রাজমেস্তুরী ও তার স্ত্রীকে প্রাণে হত্যার হুমকী দেয়। পরবর্তীতে শনিবার এ ঘটনায় ভাড়াটিয়া রাজমেস্তুরীর স্ত্রী বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে পিতা পুত্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে । যার মামলা নং ১৫। এ ঘটনার পর থেকে বেল্লালের পুত্র সামির পলাতক রয়েছে।

এ দিকে স্থানীয় সূত্রে জানা যায় বেল্লাল ইতিপূর্বেও তার বাড়ির কয়েকজন ভাড়াটিয়ার স্ত্রীকে ধর্ষণ সহ নানা ভাবে উত্ত্যক্ত করে। পরবর্তীতে টাকার বিনিময়ে তা ধামা ছাপা দিয়ে ফেলে। এর আগে বন বিভাগের গাছ চুরি করে কাটার অপরাধে বন বিভাগ বাদী হয়ে বেল্লালের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ বেল্লালকে গ্রেপ্তার করে।

এ সময় সে কয়েকদিন হাজত বাস করে। স্থানীয় সূত্রে আরো জানাযায়, বংশ পরম্পরায় বেল্লাল ও তার পরিবার সুতা ও জাল ব্যবসায়ি হলেও পরবর্তীতে সে আবুধাবী গিয়ে অবৈধ ভাবে কোটি কোটি টাকা রোজগার করে রাতারাতি কোটিপতি বনে যায়। এর পর থেকে টাকার জোরে এই স্বল্প শিক্ষিত বেল্লাল ধরাকে শরা জ্ঞান করে যাবতীয় অপকর্ম করে যাচ্ছে। এলাকাবাসী লম্পট বেল্লালের দৃষ্টান্তু মুলক শাস্তি দাবী করেছে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...