সাম্প্রতিক শিরোনাম

চরিত্র বদলে সমুদ্রের! দিঘায় রাশি রাশি ফ্যানা জমছে তীরে

যে সাগর কিনারে হপ্তায় হপ্তায় ভিড় জমায় বঙ্গবাসীরা সেই দিঘার সাগরেরই কিনা চরিত্র বদলে গিয়েছে। তার এই চরিত্র বদল কারোর কাছে হাসির খোরাক, কারো কাছে বা ভয়ের বিষয়। ঘটনা ভাবাচ্ছে পরিবেশবিদের পাশাপাশি আবহাওয়াবিদ ও সমুদ্রবিজ্ঞানীদেরও।

কেউ মনে করছেন এই ঘটনা সামুদ্রিক ঘূর্ণীঝড় আছড়ে পড়ার আগের সতর্কবার্তা যা প্রকৃতি মানুষের কাছে পাঠিয়েছে, আবার কেউ মনে করছেন সাগরের তলদেশে বড়সড় কিছু পরিবর্তন ঘটে গিয়েছে। অনেকে এটাও মনে করছেন কোনও রাসায়নিক মিশেছে সাগরের জলে।

কারণ যাই হোক না কেন দিঘার সাগরে এখন রাশি রাশি পেঁজা তুলোর মত ফ্যানা, যা জমছে এসে সৈকত কিনারে। হাওয়ায় উড়ে সেই ফ্যানা ঢুকে যাচ্ছে শহরের অন্দরে।

জানা গিয়েছে, শুক্রবার রাতে দিঘার সাগরে যে জোয়ার এসেছিল তার সঙ্গে ভেসে আসে রাশি রাশি ফ্যানা যা আগে কখনই দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের।

সেই ফ্যানা কিন্তু মিলিয়ে যাচ্ছে না। জলের টানে পারের কাছে চলে এসে পারেই জমে থাকছে। তারপর হাওয়ায় ভেসে দিঘা শহরের ভেতরেও ছড়িয়ে পড়ছে।

কিছু কিছু জায়গায় সেই ফ্যানা জমতে জমতে কার্যত বেশ ছোটোখাটো পাহাড়ের চেহারা নিয়েছে।

সেই সঙ্গে বদলে গিয়েছে সমুদ্রের গর্জনের শব্দও। শনিবার সকালে দেখা গিয়েছে শুধু দিঘা নয়, পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র তীরবর্তী অনেক গ্রামেই ভেসে এসেছে পেঁজা তুলোর মত এই ফ্যানা।

কিন্তু ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও সুদৃঢ় ভাবে কেউ বলতে পারছে না। তবে স্থানীয় প্রশাসন থেকে এদিন দিঘা সহ আশেপাশের সব এলাকা ও সাগর তীরবর্তী গ্রামগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে কেউ সমুদ্রে এখন না নামে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...