নিরবচ্ছিন্নভাবে স্বাস্থ্যবিধি না মানা ও সামাজিক দূরত্ব বজায় না রাখার জন্য আবারো জেলার সব ধরনের দোকানপাট ঈদের বাজার বন্ধ ঘোষণা করল জেলা প্রশাসন। তবে আগের মত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বা মুদি দোকান ও ঔষধের দোকানপাট খোলা থাকবে। আজ রাতে জেলা প্রশাসক মোঃ শাহরিয়ার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেন।
এ বিষয়ে নাটোর কণ্ঠকে তিনি জানান, যেহেতু কোন শর্ত মানছেন না সাধারণ জনগণ। দোকানপাট খুলে দেওয়া হয়েছিল ঈদের পূর্বে যাতে করে জনগণ নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে এবং কর্মহীন মানুষেরা যাতে কিছুটা কর্ম ফিরে পায়। কিন্তু নিরবচ্ছিন্নভাবে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের টিম কাজ করেও জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে পারছে না।
জনগণ কথা শুনছেন না। তাই বাধ্য হয়ে পার্শ্ববর্তী অন্যান্য জেলা যেমন রাজশাহী নওগাঁ এর মতো নাটোরেও সকল ধরনের দোকানপাট এবং বাজার বন্ধ ঘোষণা করা হলো। তবে আগের মতো ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দোকান সামগ্রী নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকবে।