একটি বাংলাদেশ একজনই বঙ্গবন্ধু
এই বাংলা আজীবন সাক্ষী তিনি আপোষহীন নেতা
তিনিই বাঙ্গালীর জাতির পিতা ।।
বঙ্গবন্ধুর সোনার বাংলা আভিজাত্য,অহংকার
এইসবকিছুর ছায়া তাঁকে স্পর্শ করেনি
তাঁর সবকিছুই ঘিরে বাংলাদেশ যেন বৃত্তের কেন্দ্রবিন্দুতে সমহিমায়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।।
অন্যায়,অবিচার কোন কিছুর সাথে আপোষ করেনি
দুঃখী বাঙ্গালীর স্বার্থ বাঙ্গালীর অস্তিত্ব রক্ষায় অনড়
স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা কোন কিছুই বিকল্প ছিল না
বাঙ্গালীর ঘরে ঘরে দূর্গ মুক্তির দীপ শিখা
সমগ্র বাঙ্গালী মুক্তির স্বপ্নে বিভোর মুক্তির স্বপ্নদ্রষ্টা,
মুক্তির কান্ডারী মুক্তিকামী মানুষের দৃষ্টির কেন্দ্রবিন্দু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।।
স্বাধীনতার ডাক অসহযোগ আন্দোলন ,ছয় দফা দাবী ,৭ ই মার্চের ভাষন
বাঙ্গলার ইতিহাস,বাঙ্গালীর জাতীয় স্বত্তা তিনি
বাঙ্গলার কালজয়ী পুরুষ মৃত্যুঞ্জয়ী মৃত্যুর ভয়ে পিচু পা হয়নি
এই বাঙ্গলার মাটি, আকাশ বাতাস উজ্জীবিত
এই দেশ ও বঙ্গবন্ধু একে অপরের আলোয় আলোকিত
এই দুয়ে মিলে অখন্ড বাংলাদেশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাঙ্গলা সোনালী সুদিনের অপেক্ষায়
আর কত কাল বঙ্গবন্ধু স্মৃতির পাতায় ইতিহাস!