তুরস্ক সাম্প্রতিক সময়ে যুদ্ধবিমান থেকে তাদের নিজস্ব প্রযুক্তির তৈরি অত্যাধুনিক এইচকেজি-৮৪ গাইডেন্স বোমার সফল পরীক্ষা চালিয়েছে। এটি মুলত যুদ্ধবিমান থেকে ভূমিতে থাকা কোন টার্গেটে নিখুঁতভাবে আঘাত হানার উপযোগী করে ডিজাইন করা হয়েছে। এইচকেজি-৮৪ হল একটি জিপিএস বা আইএনএস গাইডেন্স সিস্টেম সম্বলিত কিট এবং যা কিনা ২,০০০ পাউন্ড ওজনের বোমা বহন করতে সক্ষম। এটি যে কোন প্রতিকূল আবহাওয়ায় আকাশ থেকে ভূমিতে সুনিদিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মার্কিন ট্রাম্প প্রশাসনে সাথে রাশিয়ার এস-৪০০ ক্রয় নিয়ে সমস্য তৈরি হওয়ার পর থেকে তুরস্ক তার নিজস্ব সামরিক প্রযুক্তি উন্নয়ন এবং গবেষণায় ব্যাপক আকারের বিনিয়গ শুরু করে দেয়। আসলে ২০০৪ সালে প্রথম বিমানবাহিনীতে সার্ভিসে আসে এইচজিসি জাতীয় জিপিএস কীট এবং পরবর্তীতে এটিকে আরও উন্নত ও ধ্বংসাত্মকভাবে ডিজাইন করা হয়। এইচজিসি সিরিজের তিনটি ভার্সন রয়েছে। এমকে-৮২ ভার্সন ৫০০ পাউণ্ড , এমকে-৮৩ ভার্সন ১,০০০ পাউণ্ড এবং সর্বশেষ প্রযুক্তির এমকে-৮৪ ভার্সন ২,০০০ পাউণ্ড ওজনের এক্সপ্লুসিভ ডিভাইস বহনে সক্ষম করে ডিজাইন করা হয়েছে। এটি আসলে ডিজাইন করেছে তুরস্কের তুবিটেক-সেজ কোম্পানি এবং এটিকে প্রাথমিকভাবে তুর্কী বিমান বাহিনীর এফ-১৬ এবং এফ-৪ জেট ফাইটারে ইন্সটল করা হয়েছে।
সূত্রঃ আনাদোলু।