শিশু ধর্ষন মামলার আসামি র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত

গাজীপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আবু সুফিয়ান র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। গতরাত ১২টার দিকে টঙ্গীর মধুমিতা রেল লাইন এলাকায় আবু সুফিয়ানকে ধরতে অভিযানে এ ঘটনা ঘটে।

গ্রেফতার নিলয়ের দেয়া তথ্যের ভিত্তিতে গতরাত ১২টার দিকে টঙ্গীর মধুমিতা রেল লাইন এলাকায় আবু সুফিয়ানকে ধরতে অভিযান চালাতে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করে নিলয়ের লোকজন।

র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। এসময় তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।