ঢাকা জেলার দোহা থানার ১২ জন করোনা আক্রান্ত পুলিশ সদস্য বেক্সিমকোর ওষুধ ‘ইভেরা টুয়েলভ’ সেবনে করোনা নেগেটিভ হয়েছে বলে জানা যায়। এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেন।
তিনি জানান, গত ১৭ই মে রাতে দোহার থানার ১৬ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয় বলে আমরা নিশ্চিত হই। পরদিন ১৮ই মে আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বিভাগে ভর্তি করানো হয়। এরপরে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে তাদের পাঠানো হলে গত ২০শে মে করোনায় আক্রান্ত ১২ জন পুলিশ সদস্যকে বেক্সিমকোর ‘ ইভেরা টুয়েলভ’ ওষুধটি সেবন করানো হলে পাচদিন পরে তাদের পরীক্ষা করা হলে পরীক্ষার ফলাফলে তাদের করোনা নেগেটিভ হয়েছে বলে তিনি জানান।
ওসি সাজ্জাদ আরও জানান, নিয়মানুযায়ী তাদের আবারও দ্বিতীয়বারের মতো পরীক্ষা করা হবে। এরপরই তারা তাদের কর্মস্থলে ফিরবেন। এ সংবাদের পরপরই এ খবর নিয়ে জনসাধারণের মনে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।