যুক্তরাষ্ট্র যখন বিশ্বস্বাস্থ্য সংস্থাকে কোনও রকম আর্থিক সহযোগিতা করতে অস্বীকৃতি জানাচ্ছে ঠিক তখনই বিশ্বস্বাস্থ্য সংস্থাকে পরিপূর্ণ ভাবে ঢেলে সাজানোর রেজুলেশনে কো – স্পন্সর করবে বাংলাদেশ। জেনেভায় ‘ওয়াল্ড হেলথ’ অ্যাসেম্বলিতে বাংলাদেশ সহ অন্যান্য কো- স্পন্সরদের সাথে রেজুলেশনটি উপস্থাপন করবে ইউরোপীয় ইউনিয়ন।
তুলনামূলক অনুন্নত দেশসমূহের স্বার্থ রক্ষার্থে এমন কয়েকটি বিষয় এই রেজুলেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে যার ফলশ্রুতিতে কো- স্পন্সর হবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এর আগে গত মাসে ইউরোপীয় ইউনিয়ন রেজুলেশনটি ঘোষণা করে। কিন্তু এতে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের তীব্র দর কষাকষির দরুন মধ্যম আয়ের এবং নিম্নআয়ের দেশসমূহের পক্ষে ওষুধের অধিকার, জরুরি সরবরাহ এবং সমতার বিষয় সহ বেশ কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়।
রেজুলেশনটিতে গবেষণার জন্যও অর্থাৎ করোনা সহ বহুবিধ ভাইরাসের উৎপত্তি এবং মানুষের শরীরে কিভাবে ভাইরাসসমূহ সংক্রমিত হয় তা নিয়েও ব্যাপক গবেষণা করা হবে।