আইসিসির সভাপতি হিসেবে ২০১৬ সালের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন শশাঙ্ক মনোহর। এরপর ২০১৮ সালে টানা দ্বিতীয় মেয়াদে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু’বছরের জন্য আইসিসির স্বাধীন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু দু’বছরের জন্য দায়িত্ব নিলেও ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন তিনি। পরে আইসিসি বোর্ডের অনুরোধে সাময়িকভাবে দায়িত্ব চালিয়ে যেতে রাজি হন মনোহর।
আইসিসির নতুন সভাপতি কে হচ্ছেন এ নিয়ে পূর্বে সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড গাওয়ার বলেছিলেন – বিসিসিআই সভাপতি ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আইসিসির ভবিষ্যৎ প্রধান হিসেবে সবচেয়ে যোগ্য। আর কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালক ও সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ বলেছিলেন তিনি সৌরভ গাঙ্গুলিকেই আইসিসির নতুন সভাপতি হিসেবে দেখতে চান। কিন্তু বিভিন্ন সংবাদপত্রের বরাতে জানা যায়, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান কলিন গ্রেভার হতে পারেন আইসিসির নতুন সভাপতি।
আইসিসি বুধবার এক সংবাদ সম্মেলনে আইসিসির নতুন সভাপতির নির্বাচন নিয়ে এখনো কোনও সিদ্ধান্ত হয় নি বলে জানান। তারা আরও জানান বৃহস্পতিবার আইসিসির বোর্ড সভায় এ নিয়ে আলোচনা হবে।