স্প্যানিশ লীগ চালু হচ্ছে ১২ই জুন ফিরছে মেসি- র‍্যামোসরা

অনলাইন ডেস্ক ঃ-

অবশেষে লা লিগা ফিরছে। ফিরছেন মেসি, র‍্যামোসরা। এ নিয়ে বেশ গুঞ্জন থাকলেও লালিগা সভাপতি হাভিয়ার তেভেস জানিয়ে দিলেন ১১ই জুন পর্দা নামছে লা লিগার।

করোনা ভাইরাসের প্রকোপে গত ১২ই মার্চ থেকে বন্ধ হয়ে যায় লা লিগা। সরকারের অনুমতির জন্য দীর্ঘ দিনক্ষণ অপেক্ষা করে থাকতে হয় লা লিগা কর্তৃপক্ষকে। আর এরই সুবাদে আগামী ৮ই জুন থেকে লা লিগা শুরুর অনুমতি দেন স্পেনের প্রধানমন্ত্রী। এরপরই আগামী ১২ই জুন লা লিগা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেন তেবাস।

এখনো পর্যন্ত ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চিরশত্রু মাদ্রিদ।