রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থার জন্য ঢাকা সেনানিবাস¯’ আর্মি মাল্টিপারপাস হলে আজ পারমাণবিক নিরাপত্তা ও ভৌত সুরক্ষা ব্যবস্থা সেল (এনএসপিসি), বাংলাদেশ সেনাবাহিনী এবং রাশিয়ান পিপিএস কোম্পানি জেএসসি ইলিরন (JSC ELERON) এর মধ্যে Engineering Procurement and Construction (EPC) Contract Agreement এর আওতায় ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত EPC Contact এর চুক্তি মূল্য ২৮৭.৪৯৭ ( দুইশত সাতাশি দশমিক চার নয় সাত) মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২৪২৩,৫৯,৯৭,১০০.০০ ( দুই হাজার চার শত তেইশ কোটি ঊনষাট লক্ষ সাতানব্বই হাজার একশত) টাকা।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থার (পিপিএস) পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে প্রদান করেছে। বাংলাদেশ ও রাশান ফেডারেশন এর মধ্যে স্বাক্ষরিত Inter Governmental Agreement (IAG)এর আওতায় স্বাক্ষরিত প্রটোকল অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ কার্যক্রম রাশান ফেডারেশনের বিশেষায়িত পিপিএস কম্পানি জেএসসি ইলিরন (JSC ELERON) এর মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এনএসপিসি, বাংলাদেশ সেনাবাহিনী রাশান কোম্পানি জেএসসি ইলিরন (JSC ELERON) এর সহায়তায় সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নির্ধারিত সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হবে বলে প্রত্যাশা করা যায়।