রিপন চন্দ্র, রাবি প্রতিনিধিঃ মহামারি করোনা ভাইরাসের কারণে ১৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে নিজেদের জারিকৃত প্রজ্ঞাপন প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসি থেকে মৌখিকভাবে জানানো হয়েছে, কবে থেকে ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম শুরু করবে, তা স্ব স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরা বৈঠক করে সিদ্ধান্ত নেবে।
এদিকে, ২৪ ঘণ্টার ব্যবধানে ইউজিসির দুই রকম নির্দেশনায় বিপাকে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ। ১৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশনা দিয়ে জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে শুক্রবার (২৯ মে) বিকেলে অনির্ধারিত বৈঠক করে রাবি প্রশাসন।
বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত হয়- ইউজিসির নির্দেশনা অনুযায়ী ১৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকবে। বৈঠক শেষে উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা গণমাধ্যমকে জানিয়েছিলেন- ‘আগামী ১৫ জুনের আগে ক্যাম্পাস খোলা হচ্ছে না।’
ইউজিসি সিদ্ধান্ত থেকে আসার বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা জানান, ‘একবার তো বৈঠকে আমরা সিদ্ধান্ত নিলাম- ইউজিসির নির্দেশনা মেনে ১৫ তারিখ পর্যন্ত ক্যাম্পাস খুলবো না। কিন্তু এখন তো ভিন্ন নির্দেশনার কথা শুনছি।’
তিনি আরও বলেন, ‘নতুন করে ইউজিসি চেয়ারম্যান বলেছেন, দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে, তারা কবে ক্যাম্পাস খুলবে। ফলে রাবি ক্যাম্পাস খোলার বিষয়ে শনিবার (৩০ মে) ফের উপাচার্য আমাদেরকে ডেকেছেন। সেখানে পুনরায় বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’