আমি এক অভিশপ্ত প্রেমিক,
কোন কিছু য্যানো বাসতে পারিনা ভালো।
আকাশ, ঘাস অথবা আলো,
তোর কাছে যাকিছু লেগেছে ভালো….
গালে রৌদ্রের তাপ,
ভৈরবী, সোনাটা, আলাপ….
জী’আনন্দের সব কবিতা,
লিওর দুঃখিত ছবিটা,
প্রিয় গল্পের সব চরিত্র,
সারারাত ঝরা শিশির ত্রস্ত,
নারীর বুকের পরিচিত তাপ,
উন্মাদ সব প্রেমের প্রলাপ
সব ভেসে গ্যাছে, নদী মরে গ্যাছে, ক্ষয়ে গ্যাছে চাঁদ,
তারা ঢেকে গ্যাচ্ছে, রাত হয়ে গ্যাছে আঁধার কালো।
আমার কলার, আমার বিবেক, আমার এ মন…
অভিশাপী মন, অভিশাপী প্রেম, অভিশাপী নারী।
আমিও প্রেমিক… প্রবল প্রেমিক সব হারানো,
কোনকিছু য্যানো, পারিনা বাসতে, পারিনা ভালো।