প্রথমবারের মত বাংলাদেশে ওয়ালটন RAM তৈরির কাজ শুরু করেছে

৪ জিবি, ৮ জিবি এবং ১৬ জিবি এই তিন ক্যাপাসিটির র‍্যাম বানাবে ওয়ালটন। স্পিড হবে ২৪০০ এবং ২৬৬৬ মেগা হার্জের।
ওয়ালটন সরকারী সহায়তা ছাড়াই এই পরিকল্পনা গ্রহন করেছে ওয়ালটন। বর্তমান মাসেই কাজ শুরু করে কিছুদিনের ভিতর ওয়ালটনের র‍্যাম বাংলাদেশি বাজারে পাওয়া যাবে।