দুই মাসের লকডাউন শেষে সবকিছু খুলে দেওয়ার পরেও যখন করোনা সংক্রমণের হার কমছে না এখন এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। এবার দেশকে তিনটি জোনে বিভক্ত করা হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী সারাদেশকে গ্রীন, ইয়েলো এবং রেড তিনটি সেক্টরে ভাগ করা হচ্ছে বলে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানিয়েছেন। এ সময়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সাথে আমাদের বিশেষজ্ঞ টিম গিয়ে দেখা করেছে। সেখানে প্রধানমন্ত্রীর সাথে এ নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী আমরা আজ বসলাম। আমরা একটি পরিকল্পনা তৈরি করবো সে অনুযায়ী সভায় আলোচনা হয়েছে। এমনকি মেয়র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং আমার মন্ত্রণালয় (স্বাস্থ্য মন্ত্রণালয়) সম্মিলিত ভাবে কাজ করবো এবং সবাই মিলে বাস্তবায়ন করার চেষ্টা করবো। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত আকারে জানাবো হবে বলে তিনি জানান।
বাংলাদেশের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৪৯,৫৩৪ জন এবং মৃতের সংখ্যা ৬৭২ জন।