সেনবাগে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

রফিকুল ইসলাম সুমন, নোয়াখালীঃ

নোয়াখালীর সেনবাগে  উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের ফরায়েজী বাড়ির মাঈন উদ্দিন এর ছোট মেয়ে নাজিফা(৪)ও তাদের কাজের মেয়ে ইয়াসমিন(৯)এর পানিতে ডুবে  মৃত্যু হয়।


উল্লেখ্য যে, নাজিফা পানিতে পড়ে গেলে ইয়াসমিন তাকে উদ্ধার করতে গিয়ে দু’জনের মৃত্যু হয়।
দুই শিশুর আকষ্মিক মৃত্যুর খবরে পুরো এলাকায় চলছে শোকের মাতম।