বিশ্ব পরিবেশ দিবসে লক্ষ্মীপুর জেলায় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শনিবার (৬ জুন) চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম. মাসুদ, সিনিঃসহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশান নেতৃত্বে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে বনজ ও ফলদ গাছের চারা রোপণ করেন। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ ও কলেজ শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ বিষয়ে কাজী মামুনুর রশিদ বাবলু বলেন, ছাত্রলীগ সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে। তারই অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নির্মল বায়ুসমৃদ্ধ রাখতে ছাত্রলীগ এই কর্মসূচি পালন করেন এবং কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস সংলগ্ন পতিত জায়গাসমূহে বৃক্ষরোপণ করা হয়েছে। তিনি আরো বলেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের যৌথ উদ্যোগে বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর।