সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। কোভিড-১৯ এ আক্রান্ত ও স্ট্রোকের পর তিনি ‘ডিপ কোমায়’ বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। আজ শনিবার রাতে মেডিকেল বোর্ডের বৈঠকের পর একথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।
মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত ১৩ সদস্যদের মেডিকেল বোর্ডের নেতৃত্বে রয়েছেন তিনি।
ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা চলছে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর।
কনক কান্তি বড়ুয়া টেলিফোনে দ্য ডেইলি স্টারকে জানান, মোহাম্মদ নাসিমের অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি কোনো সাড়া দিচ্ছেন না এবং ডিপ কোমায় রয়েছেন। তিনি আরও বলেন, ‘মোহাম্মদ নাসিমের রক্তচাপ অনিয়মিত। আমরা ওষুধ দিয়ে তার রক্তচাপ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। কোভিড-১৯ এবং মস্তিস্কে রক্তক্ষরণের কারণে তার অবস্থা সংকটাপন্ন।‘