আদম ব্যবসায় অনিয়মের অভিযোগে কুয়েতে গ্রেফতার হলেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ

গত রাতে কুয়েতের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি হাতে আটক হয়েছেন লক্ষ্মীপুর সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদম ব্যবসায় অনিয়ম এবং হাজার কোটি টাকার কারবারে অভিযুক্ত লক্ষ্মীপুর সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতে গ্রেফতার হয়েছেন।

বাংলাদেশি রাষ্ট্রদূত জানান, সকালে তিনি তার আটকের বিষয়টি জেনেছেন। তাকে মানব পাচারের অভিযোগে আটক করা হয় বলে অভিযোগ কুয়েত পুলিশের।