শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আওয়ামীলীগ নেতা কামরানকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় প্রেরণ

সিলেট প্রতিনিধি :

সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের অবস্থা শনিবারের চেয়ে আরও অবনতি হয়। হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে স্বাভাবিক এর চেয়ে বেশি অক্সিজেন দেয়া হচ্ছিল।

রবিবার বিমান বাহিনীর একটি এয়ার এম্বুলেন্সে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয় বলে জানিয়েছেন তার ছেলে আরমান আহমদ শিপলু।

শহীদ ডা.শামসুদ্দিন আহমদ হাসপাতালের ডা.সুশান্ত কুমার মহাপাত্র জানিয়েছেন, রবিবার দুপুরে হঠাৎ করেই তার শ্বাসকষ্ট বেড়ে যায়।