সিলেটের সাবেক মেয়র কামরানকে প্লাজমা থেরাপি দেয়া হচ্ছে

সিলেট প্রতিনিধি :

গত শুক্রবার সিলেটের সাবেক মেয়র কামরানের করোনা ভাইরাসে আক্রান্ত হবার সংবাদ পাওয়া যায়। এর আগে তার স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা যায়। অবস্থার অবনতি হওয়ায় রবিবার সন্ধ্যায় বিমান বাহিনীর এয়ার এম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

কামরানের ছেলে আরমান আহমদ আমাদের জানান, কামরানকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা শুরু করেন। সোমবার তাকে প্লাজমা থেরাপি দেয়া হবে। প্লাজমা রেডি রাখা হয়েছে।