ফেনীতে দুই পাউন্ড সাপের বিষসহ এক যুবককে গ্রেপ্তার করেছেন র্যাব।গতকাল মঙ্গলবার সকালে ফেনী সদর উপজেলা থেকে ইকবাল হোসেন (৩৫) কে গ্রেপ্তার করা হয়।
আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে দর মিলিয়ে, জব্দ করা সাপের বিষের বাজারদর ১৬ কোটি টাকা বলে জানিয়েছেন র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জমান।
র্যাব জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, বিপুল পরিমাণ সাপের বিষ বিক্রয়ের উদ্দেশে নোয়াখালী থেকে ফেনীর দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে ফেনী মডেল থানাধীন দক্ষিণ কাশিমপুর স্টার লাইন ফুড এর পার্শ্বে মা দরবার ডিপার্টমেন্টাল স্টোর এর সামনে নোয়াখালী-ফেনী মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র্যাব।
এ সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মোটর সাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা মোটর সাইকেলটিকে থামানোর সংকেত দিলে মোটর সাইকেলটি র্যাবের চেকপোস্ট এর সামনে থামিয়ে মোটর সাইকেলে থাকা দুই জন আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে এক যুবককে আটক করে। অন্যজন পালিয়ে যায়। এসময় আটক যুবকের সঙ্গে থাকা শপিং ব্যাগের ভিতর একটি কাঁচের কৌটা থেকে ২ পাউন্ড সাপের বিষ উদ্ধারসহ নম্বর বিহীন একটি মোটর সাইকেলটি জব্দ করা হয়।