মোঃইয়াসিন,সাভারঃ
সাভারের আশুলিয়া উচ্চ বিদ্যালয়ের জমিতে অবৈধ ভাবে গরুর হাট বসার উপর নিষেধাজ্ঞা জারি করেছে উচ্চ আদালত। বুধবার(১০ জুন)দুপুরে অবৈধ ঐ গরুর হাটের জমিতে আদালতের নিষেধাজ্ঞার সাইনবোর্ড টাঙ্গিয়ে দেন স্কুল কতৃপক্ষ।
এলাকাবাসী জানান,গত পঞ্চাশ বছর ধরে আশুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠের প্রায় ৩.২ একর জমিতে গরুর হাট বসিয়ে গরু ছাগল সহ সকল প্রকার পশু বেচা কেনার সুযোগ করে দিয়ে আসছিলো আশুলিয়া উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ। পরে গত কয়েকদিন আগে আশুলিয়া উচ্চ বিদ্যালয় কর্তপক্ষের অনুমতির তোয়াক্কানা করে ক্ষমতার অপব্যাবহার পূর্বক উপজেলা প্রশাসন থেকে গরুর হাটের লিজ নেন আশুলিয়া ইউনিয়ন এলাকার জসিম উদ্দিন মোল্ল্যা পিন্টু নামের এক যুবক।
হাটে গরু বিক্রি করতে আসা ক্রেতা ও বিক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে যানাযায়, হাটে গরু নিয়ে আসা ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা গ্রহন করা হচ্ছে। এ বিষয়ে আশুলিয়া উচ্চ বিদ্যালয় কতৃপক্ষের কাছে অভিযোগ করলে বিদ্যালয় কতৃপক্ষ বিজ্ঞ আদালতের শরণাপন্ন হলে, উচ্চ আদালত বিদ্যালয়ের নিজস্ব জমিতে অবৈধ ভাবে গরুর হাট বসার উপর নিষেধাজ্ঞা জারি করেন।
আদালনের নির্দেশ বাস্তবায়নে ওই গরুর হাটে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেন বিদ্যালয় কতপৃক্ষ।
বিদ্যালয়ের নিজস্ব জমিতে গরুর হাট বসানোর জন্য অবৈধভাবে লিজ আনেন পিন্টু মোল্ল্যা তা নিয়ে এলাকাবাসী ও স্কুলের কর্তৃপক্ষ অসন্তোষ প্রকাশ করেছেন।
এবিষয়ে আশুলিয়া উচ্চ বিদ্যালয় কতৃপক্ষের কাছে জানতে চাইলে বলেন,বিদ্যালয়ের নিজস্ব জমিতে কিভাবে পিন্টু মোল্ল্যা গরুর হাটের লিজ আনেন তা বিজ্ঞ আদালতকে জানালে আদালত শুনানী শেষে ওই জমিতে গরুর হাট বসানোর উপর নিষেধাজ্ঞা জারি করেন। বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞায় এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন।