মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে
ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে এক যুবককে আটক করেছেন র্যাব-১২। কুষ্টিয়ার ভেড়ামারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যকে নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে নাঈম বিশ্বাস (২১) নামের এক যুবককে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১২।
আটকৃত নাঈম ভেড়ামারা উপজেলার রামচন্দ্রপুর এলাকার সাবদুল বারি বিশ্বাসের ছেলে।
র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার সজল কুমার সরকার বাংলাদেশ রয়টার্স কে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাঈম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইচ্ছাকৃতভাবে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে মানহানীকর বিভ্রান্ত মূলক, রাষ্ট্রের ভাবমূর্তি নষ্টসহ সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়িয়ে বিভিন্ন পোষ্ট করে। মিথ্যা অপপ্রচার করে দেশের মধ্যে অস্থিরতা বা বিশৃংখলা সৃষ্টি করার অপরাধে নাঈমকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করা হয়।
নাঈম বিশ্বাসের বিরুদ্ধে কুষ্টিয়া ভেড়ামারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।