মালয়েশিয়া ২৬৯ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করছিল। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী সরাসরি প্রত্যাখান করে জানিয়েছেন রোহিঙ্গারা মালয়েশিয়ার ভূমিতে আটক হোক আর না হোক সেটা বাংলাদেশের দেখার ব্যাপার না। তারা বার্মার সিটিজেন এবং শত বছর ধরে সেখানেই বসবাস করে আসছে।
বিশ্ব মিডিয়ায় বাংলাদেশকে রোহিঙ্গা নেয়ার ব্যাপারে রিপোর্ট আসার পর মন্ত্রী আরো বলেছেন যে বিশ্ব নেতৃত্ব এবং বড় বড় সংস্থা গুলি বাংলাদেশে থেকে রোহিঙ্গা সরিয়ে নিলে তাদেরকে সাধুবাদ জানানো হবে। রোহিঙ্গারা এদেশে সাময়িক সময়ের জন্য রয়েছে।
অন্য দেশগুলিকেও এদেশ থেকে রোহিঙ্গা নিয়ে যেতে পরামর্শ দিয়েছেন তিনি।