অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে রিয়াদে ১৫ বাংলাদেশী নারী-পুরুষ গ্রেফতার

রিয়াদে অনৈতিক কাজের অভিযোগে ১৫ বাংলাদেশী নারীপুরুষ গ্রেফতার করা হয়েছে। রিয়াদে অনৈতিক কাজের অভিযোগে ১৫ বাংলাদেশী নারীপুরুষকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ।

রিয়াদ শহরের দক্ষিনের একটি এলাকা থেকে  গ্রেফতার করা হয়।

জানা যায় যে  রিয়াদের দক্ষিণে হাই আল-মানাখ নামের এক জায়গায় এক এস্তরাহার মাঝে  খাদ্দামাদের( দাসী) দিয়ে  অসামাজিক  অনৈতিক কাজ চলছিল  দীর্ঘদিন ধরে।