সাম্প্রতিক শিরোনাম

করোনা মোকাবিলায় অবহেলা নিয়ে ইতালির প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ

করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সরকারের গাফিলতির অভিযোগে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।

করোনা আক্রান্ত মানুষের আত্মীয়দের আবেদনের প্রেক্ষিতে ইতালির লোম্বার্দি অঞ্চলের বেরগামো শহরের প্রসিকিউটররা শুক্রবার (১২ জুন) তাকে জিজ্ঞাসাবাদ করবেন। খবর বিবিসির

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লুসিয়ানা লামোরগেসে ও স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরাঞ্জাকেও এদিন প্রসিকিউটরদের মুখোমুখি হতে হবে। প্রধানমন্ত্রী কন্তে জানিয়েছেন, তিনি এ জিজ্ঞাসাবাদ নিয়ে মোটেও উদ্বিগ্ন নন।

দেশটির সরকারের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত সেদেশে করোনা আক্রান্ত হয়ে ৩৪ হাজার ১৬৭ জনের প্রাণহানি হয়েছে। মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে দেশটির অবস্থান চতুর্থ। ইতালিতে সর্বপ্রথম করোনা শনাক্ত হয় লোম্বার্দিতে। সেদেশে করোনায় প্রাণ হারানোদের অর্ধেকই ওই অঞ্চলের বাসিন্দা।

বৃহস্পতিবার (১১ জুন) বেরগামো প্রসিকিউটরের কার্যালয়ে ইতালির সরকারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার ৫০ টি অভিযোগ দায়ের করে নই দিনানসেরেমো (উই উইল রিপোর্ট) নামক একটি সংগঠন। করোনা আক্রান্তদের আত্মীয়দের নিয়ে গড়ে ওঠা এ সংগঠনটির অভিযোগপত্রে বলা হয়, লোম্বার্দির দুই শহর আলজানো ও নেমব্রোকে প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার পর পরই এগুলোকে রেড জোন ঘোষণা করা উচিত ছিল। করোনা মোকাবিলায় সরকারের গাফিলতি খতিয়ে দেখতে তদন্তের দাবি জানিয়েছেন তারা।

সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ দায়েরের কোনও ভিত্তি আছে কিনা তা খতিয়ে দেখবেন প্রসিকিউটররা। এটি করোনা মহামারি নিয়ে ইতালিতে দায়ের করা প্রথম আইনি অভিযোগ। তবে অনেকে করোনা মোকাবিলায় সেখাকানকার ব্যর্থতার জন্য কেন্দ্রীয় সরকারের চেয়েও লোম্বার্দির শাসন ক্ষমতায় থাকা ইতালির বিরোধী দল লিগ পার্টিকে বেশি দায়ী বলে মনে করেন।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...