প্রবলবৃষ্টিতে ভিজে ভিজে দরিদ্র মানুষের পাশে সেনাবাহিন
রাত থেকে হালকা থেমে থেমে মুসল ধারায় বৃষ্টি হচ্ছে।বৃষ্টিতে অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।কিন্তু এই বৃষ্টিতেও থেমে সেনা বাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ।সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে বিভিন্ন পাড়ায় গিয়ে অতি দরিদ্র পরিবারের ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন আলীকদম সেনা জোন।
বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আলীকদম দানু সর্দ্দার পাড়া,ভারতমোহন পাড়া,পানবাজার,লক্ষী বাজার,উত্তর পালং পাড়া,মাষ্টার পাড়ার অতি দরিদ্র একশতাধিক পরিবারের মাঝে আলীকদম জোনের জেডএসও মেজর মোস্তাক আহমেদের নির্দেশনায় প্রবল বৃষ্টিতে ওয়ারেন্ট অফিসার এহাসান উল্লাহ্ এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রী পাওয়া পরিবারের সদস্যরা জানান,আলীকদম উপজেলায় যেকোন দূর্যোগকালীন সময়ে সেনাবাহিনী আপনজনের মত তাদের পাশে দাড়িয়েছেন।আমরা দিনে এনে দিনে খাওয়া।কাজ যদি না হয়,প্রায় অনাহারে থাকতে হয়।
তারা আরও বলেন,একদিকে করোনা ভাইরাস তার উপর অতিবৃষ্টিতে আমাদের মত অতিদরিদ্র পরিবারের জন্য খুবই কষ্টকর।এই দূঃর্সময়ে আলীকদম জোন এবারও প্রকৃত বন্ধু মত আমাদের পাশে দাড়িয়েছেন।