নিঝুম মজুমদার নামে একজন প্রখ্যাত আইনজীবী ফেসবুকে রাজনীতি বিষয়ক একটি স্ট্যাটাস দেন। এরই প্রেক্ষিতে গায়ক আসিফ জয় বাংলা ও বঙ্গবন্ধুর শাসনামল নিয়ে বিদ্রুপ মন্তব্য করেন। এর বিপরীতে সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা বঙ্গবন্ধুর শাসনামল ও জয় বাংলা শ্লোগান নিয়ে বিদ্রুপ মন্তব্যের কারন জানতে চাইলে তাদের সাথে খারাপ ভাষা ব্যবহার করা হয় এমন অভিযোগ উঠেছে আসিফ আকবরের বিরুদ্ধে।
এমনি কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ঘটনার সত্যতা জানতে নিসাত বিজয় নামক ব্যবহারকারীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “জয় বাংলা” বাংলাদেশের জাতীয় স্লোগান। হাইকোর্টের নির্দেশনাকে উপেক্ষা করে সেই স্লোগানকে তাচ্ছিল্য করে মন্তব্য করেন আসিফ। এমনকি ৭১ পরবর্তী বাংলাদেশের অবস্থার কোনো ধারনা না রেখেই তিনি এক ব্যক্তিকে রক্ষীবাহিনী, ৭৪ এর দুর্ভিক্ষ, বাকশাল ও সিরাজ শিকদার নিয়ে লেখার লিংক দিতে বলেন। যা পরোক্ষভাবে স্পষ্ট বাকশাল, রক্ষীবাহিনী, দুর্ভিক্ষ ও সিরাজ শিকদার নিয়ে বিদ্রুপ ভাবাপন্ন। এছাড়াও জয় বাংলা স্লোগান ও তার উপর জোর করে চাপিয়ে দেয়া হয়েছে এমনটাই বুঝান। এসব কথার প্রেক্ষিতে জানতে চাইলে ও জিয়ার শাসনামলের কিছু দিক তুলে ধরলে আসিফ আকবর রাগান্বিত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগাল দেয়।”
এছাড়াও নিসাত বিজয় আসিফের এমন কর্মকান্ডে আইনি পদক্ষেপ নেয়ার কথা ব্যক্ত করেন। ছবি গুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তীব্র সমালোচনার শিকার হন আসিফ আকবর। তার এ হিংসাত্মক তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ারও দাবি জানান অনেকে।
উল্লেখ্য গায়ক আসিফ আকবর একজন দেশবরেণ্য সংগীত শিল্পী। তার এমন ন্যাক্কারজনক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ঝড় তুলতে শুরু করেছে। তিনি দেশের ক্রিকেট এবং দেশাত্মবোধক গানও গেয়েছিলেন।
বিষয়টির সত্যতা নিয়ে আসিফ আকবর এখনো কোনো মন্তব্য বা অভিমত জানান নি।