অনলাইন ডেস্ক :
করোনা মহামারীর ভয়াবহতায় বিশ্ব এখনো বিপর্যস্ত। যদিও কিছু দেশ এ অবস্থা থেকে উত্তরণের পথে এবং কোনও কোনও দেশ করোনা পরিস্থিতিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সম্ভব হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন কোনক্রমেই সম্ভব নয় বলে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি মনে করেন। তিনি আইসিসির সিনিয়র বোর্ড সদস্য।
বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়ার বোর্ড চেয়ারম্যান আর্ল এডিংস মংগলবার বলেছিলেন, এ বছর বিশ্বকাপের আয়োজন একেবারেই অবাস্তব। এরপর এখন এহসান মানিও এমন উক্তি করেছেন।
এরপর আর্ল এডিংস আরও বলেন, যদিও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড করোনা পরিস্থিতিকে সফলভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে, কিন্তু পুরো পৃথিবীর অবস্থা খুব বেশি ভালো তা বলা যায় না। এরপরও যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে সমর্থ হয় অস্ট্রেলিয়া তা হতে হবে জীবাণুমুক্ত পরিবেশে। আর এটিই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাঠে দর্শক আসা না আসা নিয়ে তিনি আরও বেশি চিন্তিত। তাই তিনি জোর দিয়ে আবারও বলেন তার দৃষ্টিতে এ বছর কোনও আইসিসির ইভেন্ট আয়োজন অসম্ভব।
আগামী অক্টোবর- নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের। কিন্তু পিছিয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় হবে এ নিয়েও নতুন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আইসিসিকে। এর প্রথম কারণ আগামী বছর আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ছিল আর তার ভেন্যু ছিল ভারত।
বহু প্রশ্নে এলোমেলো এখন ক্রিকেট বিশ্ব। তবে আগামী তিন- চার সপ্তাহের মধ্যেই সমস্ত বিষয়ের সুরাহা হবে বলে এহসান মানি জানিয়েছেন।