শতাব্দীর ভয়াবহ বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি মহামারি করোনা ভাইরাসে চট্টগ্রামে ৬৭০ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৯৪ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২৮ জন নগরের ও ৬৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে ৬ হাজার ২৮৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে দুইজনের। এর মধ্যে একজন নগরের ও একজন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
আজ ২১ জুন রবিবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭৭ জনের নমুনা পরীক্ষায় ৯৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৬২ জন নগরের ও ৩৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে শনিবার ১২৯ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ১৬ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৮ জন নগরের ও ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
গত শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬০ জনের নমুনা পরীক্ষা করে বিভিন্ন উপজেলার ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে শনিবার ২০৩ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের করোনা মিলেছে; এর মধ্যে ৫৮ জন নগরের ও ৪ জন উপজেলার।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১ জনের নমুনা পরীক্ষা করে করোনার জীবাণু মিলেছে।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৬৬ জনের মধ্যে সাতকানিয়ার ১, লোহাগাড়ার ১, বাঁশখালীর ১, চন্দনাইশের ১১, বোয়ালখালীর ১৮, রাউজানের ১০, হাটহাজারীতে ৯, মীরসরাইয়ে ৮ ও সীতাকুণ্ডের ৭ জন আছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত ৬ হাজার ২৮৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১৪১ জন। সুস্থ হয়েছেন মোট ৬৪০ জন।