করোনায় বাংলাদেশ ব্যাংকের প্রথম কর্মকর্তা হিসেবে মৃত্যুবরণ করেছেন ফরিদ উদ্দিন। তার বাড়ি কুষ্টিয়ায় এবং ঢাকায় মিরপুর এলাকায় তিনি বাস করতেন। ২০১০ সালে কেন্দ্রীয় ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগ দেন তিনি। এরপর যুগ্ম পরিচালক হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় তার চলে যাওয়া। ঢাকার হলিফ্যামিলি হাসপাতালে সোমবার সকালে মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী ও চার বছরের এক পুত্র সন্তান রেখে গেছেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, গত ১২ই জুন উপসর্গ দেখা দিলে তিনি বাসায় চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। তবে শারিরীক অবস্থার অবনতি হলে তাকে হলিফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আইসিউতে চিকিৎসাধীন ছিলেন। হলিফ্যামিলি হাসপাতালে শুধুমাত্র করোনা রোগীদেরই চিকিৎসা দেয়া হয়ে থাকে বর্তমান পরিস্থিতিতে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, ফরিদ উদ্দিন মারা গেছেন, এখনো পর্যন্ত আমরা তার ডেথ সার্টিফিকেট পাই নি। তবে যেহেতু তিনি হলিফ্যামিলি হাসপাতালে মারা গেছেন তাহলে এটা প্রায় নিশ্চিত যে, তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।