চট্টগ্রামে বৈশ্বিক মহামারী করোনায় আরো চার জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২১৭ জন। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্তদের সংখ্যা ৬৬৯৯ জন। আর মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ১৪৮।গত ২৪ ঘন্টায় হাসপাতাল ছেড়েছেন আরো ৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৩২৯৯ জন।
আজ ২৩ জুন মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকেজানানো হয়,চট্টগ্রামে সরকারি- বেসরকারি পাঁচটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০২টি, বিআইটিআইডিতে ২৬৪টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২৯০টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৫২টি এবং ইম্পেরিয়াল হাসপাতালে ১১৮টি নমুনা পরীক্ষা করা হয়। তবে কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের কোনও নমুনা পরীক্ষা করা হয়নি।
সোমবার পরীক্ষা করা নমুনায় চবিতে ৪০ জন, বিআইটিআইডিতে ৫৫ জন, চমেকে ৭৬ জন, সিভাসুতে ২০ জন এবং ইম্পেরিয়াল হাসপাতালে ২৬ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের পাঁচটি ল্যাবে নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২১৭ জন। এদের মধ্যে ১৬৪ জন চট্টগ্রাম নগর এবং ৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের এবং সুস্থ হয়েছেন ৯৫ জন।