‘করোনা নামে অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে গোটা বিশ্ব। এর আঘাতে স্থবির হয়ে আছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এই চরম দুর্যোগে বিপর্যস্ত দেশের সব শ্রেণি-পেশার মানুষ। প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত মানুষের সংখ্যা। যদিও লাশের মিছিলে যুক্ত হওয়া একেকজন মানুষ সরকারের কাছে কেবলই একটি সংখ্যা মাত্র!’ এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আজ ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে নিজ বাসা থেকে জুম মিটিং কনফারেন্সে তিনি অভিযোগ করে বলেন, মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সরকারের ব্যর্থতায় দেশ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।
তিনি বলেন, ‘শনাক্ত হওয়ার সাড়ে তিন মাসের মধ্যেই প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ অবস্থা চলতে থাকলে প্রতিটি পরিবারেই সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। মারাত্মক ছোঁয়াচে এই রোগে যতটা আক্রান্ত হওয়ার ভয়, তার চেয়ে বেশি আতংকগ্রস্থ এই ভেবে যে, ন্যূনতম চিকিৎসা পাওয়া যাবে কি না?’
তিনি আরো বলেন, ‘সরকারি হিসাবে ইতোমধ্যে করোনায় মৃত্যুর সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। গত দুই সপ্তাহ যাবত প্রতিদিনই গড়ে মারা যাচ্ছে ৪১ জন মানুষ। অথচ প্রথম দেড় মাস প্রতিদিন মৃত্যুর সংখ্যা ছিলো ১০ জনের নিচে। সরকারের যথাযথ পরিকল্পনা না থাকায় দিন দিন বাড়ছে লাশের সারি। একইভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।’