টেকনাফে পুলিশের সাথে গোলাগুলিতে  ৪ রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত হাকিমের দুই ভাইসহ চার ডাকাত নিহত হয়েছেন।

আজ ২৬ জুন শুক্রবার দুপুরে টেকনাফ এলাকার  হোয়াইক্যংয়ের চাকমারকুল পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে, রোহিঙ্গা হাকিম ডাকাতের ভাই বশির ও জাকির, তার দলের আরও দুই সদস্য বলে জানা গেছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।