করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন সাবেক ডেপুটি গভর্ণর কাজেমী

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর আল্লাহ মালিক কাজেমী করোনা ভাইরাসে শনাক্ত হয়েছিলেন ২২ শে জুন। আজ বিকেলে তিনি মারা গেলেন।

আজ বিকাল ৫ টা ৬ মিনিটে এভার কেয়ার হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে আছেন।

কাজেমী সাহেব ১৯৭৬ সনে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। এরপর ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত ডেপুটি গভর্ণর হিসাবে তার চাকুরীজীবন শেষ করেন। ২০০৮ সনে তাকে চুক্তিভিত্তিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। মৃত্যুর আগ পর্যন্ত সেই পদেই বহাল ছিলেন তিনি।