তিস্তা, যমুনা, ব্রক্ষ্মপুত্র, সুরমা,ধরলা, কুশিয়ারা, যাদুকাটা নদীর কুড়িগ্রাম, ডালিয়া, চিলমারী, ফুলছড়ি, কানাইঘাট, নুনখাওয়া, লরেরগড় ও বাহাদুরাবাদ পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে চলেছে।
দেশের প্রধান নদনদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জামালপুর, সিলেট, গাইবান্ধা, সুনামগঞ্জ ও কুড়িগ্রাম জেলায় বন্যার অবনতির আশংকা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড এ সতর্কতা জারী করেছে।
আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে আগামীকাল ময়মনসিংহ, রংপুর, কুমিল্লা এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টার মাঝে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হবার সম্ভাবনা রয়েছে।