চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন উত্তর সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে ২১ হাজার ৮৫০ পিস ইয়াবা সহ মোঃ আরিফ (২২) ও আনোয়ার হোসেন (৪৩) নামে ২ জনকে আটক করেছেন জোরারগঞ্জ থানা পুলিশ।
জোরারগঞ্জ থানা সূত্রে প্রকাশ,গতকাল শনিবার বিকেল সাড়ে চার ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার, মীরসরাই সার্কেল মোঃ শামসুদ্দিনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মুহম্মদ হেলাল উদ্দিন, এসআই সিরাজুল ইসলাম, এএসআই মোঃমহিউদ্দিন, এএসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট পৌরসভাস্থ উত্তর সোনাপাহাড় জেরু মিয়া বাইপাস সড়কের মাথায় ঢাকামুখী কাভার্ডভ্যান ঢাকা মেট্রো-ট ২০-৯৭১২ তল্লাশী করে মোঃ আরিফ(২২), পিতা-মোঃ আনোয়ার হোসেন, ও মোঃ আনোয়ার হোসেন(৪৩), পিতা- মোহাম্মদ আলী প্রঃ আলী আহাম্মদ,উভয়েই মুলাইপত্তন(চাঁন গাজীর বাড়ি), থানা-বোরহান উদ্দিন, জেলা-ভোলা, বর্তমানে- চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার রাত্তারপুল, মিয়ার গলি, নূরুল বক্স হাজী বাড়ির পার্শ্বে টিনশেড সেমি পাকা ঘরে ভাড়াটিয়া, তাদের দেখানো মতে উক্ত কাভার্ডভ্যানের টুলস্ বক্সের পাশে থাকা একটি বিস্কিটের টিনের বড় কৌটার ভিতরে পলিথিন মোড়ানো অবস্থায় মোট ২১,৮৫০ পিচ এ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট প্রাপ্ত হয়ে বর্ণিত ইয়াবা ট্যাবলেট, কাভার্ডভ্যান ও আসামী আরিফ এর কাছে থাকা ইয়াবা বিক্রয়লব্ধ নগদ- ১০,০০০/-টাকা জব্দ করা হয়।
এ সংক্রান্তে এএসআই(নিঃ)/মোঃ মহিউদ্দিন আটককৃতদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে জোরারগঞ্জ থানার মামলা নং ০৭ তারিখ ২৭/০৬/২০২০ খ্রিঃ ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)এর ১০(গ)/৩৮ রুজু করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।