পৃথিবীর কোন দেশে এই মহামারির মধ্যে মানুষ না খেয়ে আছে? প্রশ্ন তুলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একমুঠো আহারের জন্য এই দেশে আজকে নিরন্ন অসহায় কর্মহীন মানুষ দ্বারে দ্বারে ঘুরছে।
করোনা টেস্টের জন্য ২০০ টাকা করে নেওয়া হচ্ছে। একটা যুদ্ধ-বিধ্বস্ত দেশ আফগানিস্তান সেখানেও করোনা টেস্টে ২০০ টাকা নেওয়া হয় না। কত বড় গণবিরোধী গণশত্রু হতে পারে এই সরকার।
দেশে যদি জনগণের সরকার থাকতো এটা (টেস্টের জন্য ফি নির্ধারণ) করতো না। সরকারি চিকিৎসা পৃথিবীর বহু দেশে এমন কি ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলেও অনেকটা ফ্রি ছিল। আর উন্নত দেশগুলোতে তো প্রশ্নই আসে না।
একজন রিকসাওয়ালা তার করোনা টেস্ট করতে যেতে হয়, একজন ভ্যানওয়ালা করোনা টেস্ট করতে যেতে হয়, একজন মজুর, একজন কৃষি শ্রমিক তারা সারাদিন কাজ করার পর হয়ত ১০০ থেকে ২০০ টাকা ইনকাম করতে পারে, তাও পারে না।
কারো ৬০/৭০ টাকা ইনকাম হয়- সেই মানুষদের যদি করোনা টেস্ট করতে যেতে হয়, তখন তারা ২০০ টাকা দিয়ে করোনা টেস্ট করবে কী করে? আমরা করোনা টেস্টে ফি নির্ধারণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
করোনার সময়ে মানুষ আর মিছিল করতে পারবে না- এই সময়ে যত পারো বাড়াও বিদ্যুতের দাম, তেলের দাম, গ্যাসের দাম। কী পরিমাণ জুলুমবাজ, রক্ত শোষণকারী একটা সরকার ক্ষমতায় আছে।