২০১৭ সালে কানাডার কুইবেকে একটি মসজিদে কট্টর ডানপ’ন্থী এক স’ন্ত্রাসী বন্দুক নিয়ে নামাজরত মুসল্লিদের ওপর নির্বিচারে গু’লিবর্ষণের সময় নিজের বুক পেতে অন্যদের রক্ষা করেন আজেদিন সুফিয়ান ও চারজন মুসল্লী।
তার পুরস্কার সরূপ কানাডার জাতীয় দিবসে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আজেদিন সুফিয়ানকে মরনোত্তর পদকে ভূষিত করেছেন। ওই হামলায় আজেদিন সুফিয়ানের সঙ্গে সন্ত্রাসীকে প্রতিহত করতে যাওয়া অন্য ৪ মুসল্লিকেও এ পুরস্কারে ভূষিত করা হয়।
এছাড়াও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার এই বীরত্বের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করেন। তারাও গুরুতর আহত হন। এদের মধ্যে একজন পঙ্গু হয়ে গেছেন। বাকিরাও বেঁচে আছেন ভয়াবহ হামলার ক্ষতচিহ্ন নিয়ে।
এ সময় ওই সন্ত্রাসীকে জাপটে না ধরলে হতাহতের সংখ্যা আরও অনেক বেড়ে যেত। তাদের ওই সাহসিকতার জন্য সরকার এ বছর জাতীয় দিবসে তাদের পুরস্কৃত করল।