রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগ।
বুধবার (১ জুলাই) মতিঝিল থানার ইনার সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গাড়ি চুরি/ছিনতাই উদ্ধার ও প্রতিরোধ টিম।
মোঃ তাইজুল শেখ (৩২) ও মোঃ নয়ন শেখ (৩০)। এ সময় তাদের হেফাজত থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিক আপ জব্দ করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মতিঝিল থানাধীন ইনার সার্কুলার রোডে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রি করার জন্য অবস্থান করছেন। উক্ত তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতদের প্রাথামিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে রাজধানীতে ইয়াবা ব্যবসা করত। ঘটনার দিন তারা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে উল্লেখিত স্থানে অবস্থান করছিল।
এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে।
গ্রেফতারকৃতদের দেহ তল্লাশী করে উল্লেখিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।