স্মৃতিচারণে স্যাটেলাইট
কবি : আব্দুল করিম (মিম)
রণ উৎকণ্ঠায় সৃষ্ট ক্ষত,
এখন ও বেদনার স্মরণে আছে অক্ষত।
উন্নত দেশের সমচরণে পদরেখা,
কেমনে রাখবে দেশের অবিসংবাদিতারা।
১৯৭১ সালে বীজের মুকুল হয় সৃষ্টি,
নিজ গৃহে পুষ মানা প্রাণি-
অচিরেই প্রধান ডালকে করে সর্গপ্রাপ্তি।
আজ তেতাল্লিশ বছর পর-
প্রশাখা তুমি একি করলা!
অখিল স্থানচ্যুত ফলরাজি বৃক্ষের মত
মানব সেবায় ব্রতী হলা।
জন্ম তোমার সার্থক হল
তীব্র বেদনাকে তুচ্ছ করে।
নিজ পিতৃত্বের স্মৃতির চিহ্ন,
সফলতায় উড়িয়ে দিলে নভোমন্ডলে।
বাঙ্গালির দেয়া উপাধি বঙ্গবন্ধু,
প্রান্তিক জনগনের অন্ধকারে ছিলেন লাইট।
আজ আপনার কৃতঙ্গতায় সপ্নতরে,
পাঠালেন বঙ্গবন্ধু-1 স্যাটেলাইট।