দেশের ১১ কোটি ৭৪ লাখ ৭০ হাজার মানুষ ও সাড়ে ১৭ লাখ শিশু মানবিক সহায়তা পেয়েছে

বৈশ্বিক ভয়াবহ মহামারী করোনা সংকটময়  পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ ও নগদ অর্থ সহায়তা অব্যাহত রেখেছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।

এক নজরে ২ জুলাই পর্যন্ত সহায়তা কার্যক্রমঃ
ত্রাণ সহায়তাঃ চাল বরাদ্দ দেয়া হয়েছে ২ লাখ ১১ হাজার ১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ১ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার এবং উপকারভোগী লোকসংখ্যা ৭ কোটি ৩৫ লাখ ৩৩ হাজার ।

নগদ অর্থ সহায়তাঃ সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৯৩ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১৬ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৯৯ লাখ ৫৭ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা ৪ কোটি ৩৯ লাখ ৪০ হাজার।

শিশু খাদ্য সহায়তাঃ শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৬ কোটি ৪০ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৮ লাখ ৪২ হাজার এবং উপকারভোগী লোকসংখ্যা ১৭ লাখ ৫৮ হাজার ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক সহায়তার নতুন রেকর্ড তৈরি করলেন বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট নাগরিকগণ।