সাম্প্রতিক শিরোনাম

ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে ভেনিজুয়েলা

সিরাজুর রহমানঃ সাম্প্রতিক সময়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তিনি ও তার সরকার ভেনিজুয়েলিয়ান সামরিক বাহিনীকে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার পাশাপাশি দেশের সশস্ত্র বাহিনীকে সব দিক দিয়ে বিশ্ব মানের শক্তিশালী বাহিনীতে পরিণত করার বেশ কিছু গুরত্বপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছেন। কার্যত ভেনিজুয়েলার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গতকাল ৪ই জুলাই গতকাল (শনিবার) এক টুইটার বার্তায় মাদুরো এই পরিকল্পনার কথা জানান।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো তার টুইট বার্তায় জানান, তার দেশের সশস্ত্র বাহিনীকে অবশ্যই নৈতিকতা, কৌশল, প্রতিরক্ষা ও প্রশিক্ষণের দিক দিয়ে সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। তার সাথে ভেনিজুয়েলার সামরিক বাহিনীতে যাতে সর্বাধুনিক সামরিক সাজ সরঞ্জামে সজ্জিত থাকে এবং আপদকালীন যে কোনো মুহুর্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারে সে জন্য সর্বাত্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসলে বিশ্বের এক মহান নেতা হ্যুগো শ্যাভেজের দেশ ভেনিজুয়েলা আজ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে পড়ে এবং পাশাপাশি চরম মাত্রায় দূর্নীতি ও সরকারি আর্থিক অব্যবস্থাপনা কিংবা অদক্ষার কারণে তাদের নিজস্ব অর্থনৈতিক অবস্থা আরো ভয়াবহ পর্যায়ে টেনে নিয়ে গেছে। বর্তমানে ভেনিজুয়েলার কাগুজে মুদ্রানোটের মান বিশ্বের দেশগুলোর মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। দেশটিতে আজ ১.০০ ডলারের বিপরীতে ২,০১,৭২০ ভেনিজুয়েলীয়ান বলিভার মুদ্রামান ধার্য্য করা হয়েছে। তাছাড়া দেশটির মুদ্রাস্ফীতি হার নজিরবিহীনভাবে ৪,২১০% এ পৌছে গেছে।

ভেনিজুয়েলার বার্ষিক জিডিপি (নমিনাল) ৭০.১৪ বিলিয়ন ডলার এবং জিডিপির হার (মাইনাস) -১৫%। বিশ্বের সর্বোচ্চ বেকারত্ব হারের দেশের তালিকায় ভেনিজুয়েলা বর্তমানে শীর্ষে অবস্থান করছে। দেশটির বেকারত্বের হার ৪৪.৩০%। আর ভেনিজুয়েলার দীর্ঘ সময়ের ভয়াবহ অর্থনৈতিক সংকট ও চরম অভাবের মুখে দেশটি থেকে বিপুল সংখ্যক লোক পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিতে বা পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

বর্তমানে ভেনিজুয়েলার বাজারে এক লিটার দুধের দাম ৪,৩৭,৭৩২ বলিভার, এক হালি ডিমের দাম মাত্র ১,১০,০০০ বলিভারের সমপরিমাণ এবং এক কেজি মুরগির মাংসের দাম প্রায় ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ ভেনিজুয়েলিয়ান বলিভারের সমপরিমাণ। ল্যাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ হলেও দূর্নীতির কবলে আবদ্ধ দেশটি আজ কিন্তু খনিজ তেল বা ক্রুড ওয়েলকে রিফাইনিং করে এক লিটার ডিজেল কিংবা পেট্রোলে পরিণত করার কোন ক্ষমতা রাখে না। সেই আবার ইরান থেকে লক্ষ লক্ষ ব্যারেল পরিশোধিত তেল (পেট্রোল, ডিজেল ও কেরোসিন) এনে কোন রকমে নিজেকে টিকিয়ে রেখেছে ভেনিজুয়েলার মাদুরো সরকার।

২০ শে জুন, ২০২০ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচআরসিআর) তাদের ‘গ্লোবাল ট্রেনড’ শীর্ষক প্রতিবেদনে জানিয়েছে যে, ২০২০ সালে বিশ্বের মোট শরণার্থী (বাস্তুচ্যুত) মানুষের সংখ্যা ৭ কোটি ৯৫ লক্ষ প্রায়। আর বিশ্বের প্রথম স্থানীয় বাস্তুচ্যুত দেশ হিসেবে যুদ্ধ কবলিত সিরিয়ায় মোট শরণার্থী (বাস্তুচ্যুত) মানুষের সংখ্যা প্রায় ৬৬ লক্ষ এবং ভেনিজুয়েলায় কোন গৃগযুদ্ধ না চলা সত্ত্বেও দেশটির প্রায় ৩৭ লক্ষ সাধারণ মানুষ খ্যাদাভাব এবং চরম মাত্রায় অর্থনৈতিক সংকটের মুখে তাদের পার্শ্ববর্তী অন্য কোন দেশে শরণার্থী হিসেবে চলে গেছে। এখন বর্তমানে বিশ্বের বুকে দ্বিতীয় শীর্ষস্থানীয় শরণার্থী (বাস্তুচ্যুত) দেশের তালিকায় নিজের নাম লিখেয়েছে মহান নেতার দেশ ভেনিজুয়েলা। অথচ দেশটির প্রধানের মুখে সব সময় বড় বড় কথা এবং প্রতিনিয়ত মার্কিন কিংবা পশ্চিমা বিরোধী ভাষণ ও উস্কানী দিয়ে মুলত নিজ দেশের শোচনীয় ও ভয়াবহ অর্থনৈতিক অবস্থা বিশ্বের চোখে আড়াল করতে ব্যস্ত হয়ে পড়েছে।

আর বিপ্লবী ও মহান নেতা শাসিত সরকার তাদের নিজ দেশের জনগণের কল্যানে কিছু করতে পারুক বা না পারুক, তারা কিন্তু নিশ্চিন্ত মনে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং পশ্চিমা দেশের বিরোধিতা এবং আগ বাড়িয়ে ঝামেলা সৃষ্টি করতে ওস্তাদ। তাছাড়া নিজ দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে ও সাধারণ জনগণকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করে হলেও অহেতুক মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবেলার বা প্রতিহত করার উম্মাদনা সৃষ্টি করে সামরিক সাজ সরঞ্জান ও যুদ্ধাস্ত্র ক্রয় বা সংগ্রহ করতে চেষ্টার কোন ত্রুটি রাখছে বলে মনে হয় না। তবে দেশের জন্য কিছু করতে না পারলেও একটা কাজ কিন্তু খুব ভালো পারে, আর তা হলো দেশের বিরোধী দল ও ভিন্ন মতালম্বীদের দমন ও নির্যাতন।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...