মোঃইয়াসিন,সাভার:
সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক নয়ন রোজারিও (৫০) মারা গেছেন।
গতকাল শনিবার (৪ জুন) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে যানাযায়,গত জুন মাসের ৬ তারিখে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় তার পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকে তিনি প্রথমে ঢাকার গ্রীণ লাইফ হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকার স্কয়ার হাসাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর আগে নয়ন জি রোজারিও’র করেনাভাইরাসের রিপোর্ট নেগেটিভ এলেও ডাক্তারদের সকল চেষ্টাকে ব্যর্থ করে ও অগণিত মানুষের প্রার্থনার মধ্য দিয়েও সবাইকে কাঁদের চলে যান না ফেরার দেশে।
তিনি ধরেণ্ডা ধর্মপল্লীর রাজাসন গ্রামের সুশীল রোজারিও ও মেরী রোজারিও’র সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও আত্মীয়স্বজন এবং বহুগুণগ্রাহী রেখে গেছেন।তাকে সাভারের ধরেণ্ডা গির্জার কবরস্থানে খ্রিস্টযাগের মধ্য দিয়ে তাকে কবরস্থ করা হবে।