ছদাহা রোয়াজির পাড়া একতা সংঘের উদ্যোগে জুনিয়র শর্টপিস টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

ছদাহা রোয়াজির পাড়া একতা সংঘের উদ্যোগে জুনিয়র শর্টপিস টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

মোঃ মনজুুর আলম
সাতকানিয়া হতেঃ
দক্ষিণ চট্রগ্রামের সাতকানিয়া উপজেলার ১৫ নং ছদাহা ইউনিয়নে আজ ১৬/১২/২০১৯ ইং (সোমবার) রোয়াজির পাড়া একতা সংঘের উদ্যোগে আয়োজিত জুনিয়র শর্টপিস টুণামেন্ট এর শুভ উদ্বোধনী অনুষ্টান সম্পন্ন হয়। উদ্বোধনী শর্টপিস টুণামেন্টে 
রোয়াজির পাড়া একাদশ ও ছদাহা কে কে উচ্চ বিদ্যালয় একাদশ  লড়াই করেছেন। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুর রহিম জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন।

ছদাহা রোয়াজির পাড়া একতা সংঘের উদ্যোগে জুনিয়র শর্টপিস টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

 ছদাহা ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা
ইউপি সদস্য হামিদা বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সম্পাদেবী সোমা,৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ বিজয় সদস্য মোঃ আলী, ছদাহা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হাজী জালাল, মোঃ সেলিম স্থানীয় ব্যবসীসহ আরো অনেকেই।